How Do I can Forum Posting?/এ কিভাবে যাফোরাম পোস্টের কাজ করায়?

Microworkers এ কিভাবে  যাফোরাম পোস্টের কাজ করায়

miroworkers এ কিভাবে ফোরাম পোস্টের কাজ করা যায়?

তাই আজকের পোস্টে আমি microworkers এর ফোরাম পোস্টের কাজ করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো.

How to do microworkers forum posting job
Image: Microworkers Forum Posting



প্রথমেই জেনে নিন ফোরাম সম্পর্কে-

ফোরাম কি?


ফোরাম হচ্ছে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা-সমালোচনা করার জায়গা. সাধারণত ফোরাম এর সদস্যরা বিভিন্ন বিষয় বা সমস্যা নিয়ে প্রশ্ন করে থাকেন এবং যারা সেই বিষয় এ অভিজ্ঞ তারা উত্তর দিয়ে থাকেন.
ধরা যাক আপনি এ বছরের খুব হরর একটি মুভি ডাউনলোড করতে চান তবে জানেন না কোনটি ডাউনলোড করবেন. এখন কোন একটি মুভি ডিসকাশন ফোরামে যদি আপনি "Which one is the most horror movie of this year?" প্রশ্ন লিখে পোস্ট করেন তাহলে যারা হরর মুভি দেখে থাকেন তাদের অভিজ্ঞতা থেকে আপনি একটি ভালো হরর মুভির নাম পেয়ে যাবেন. ফলে আপনার সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে.

ফোরাম চিনবো কিভাবে?


প্রায় সব ফোরাম ই দেখতে নিচের ছবির মত হয়ে থাকে.


How a forum looks like
Image: Bangladesh.com Forum


কীওয়ার্ড দিয়ে ফোরাম খুজবো কিভাবে?


ফোরাম খোজার জন্য নিচ থেকে যে কোন একটি ফোরাম সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন.

1. Boardreader

2. Omgili

3. BoardTracker

তবে Google এর মাধ্যমেও ফোরাম খুঁজে বের করতে পারবেন. শুধু যে কীওয়ার্ড দিয়ে সার্চ করবেন তার ডান পাশে 'Forum' কথাটি যুক্ত করে সার্চ করলেই ফোরাম পেয়ে যাবেন.

http://www.minijobz.com/

যেভাবে Microworkers এ ফোরাম পোস্টের কাজগুলো করবেন:


প্রথমেই আপনার microworkers এর একাউন্ট এ প্রবেশ করুন. এবার জব লিস্টিং থেকে যে কোন একটি ফোরাম পোস্টের জবে ক্লিক করুন.

১. আপনাকে http://209.236.68.39/click/ApnkC5MxPUb244a9e9rBz2km0 এরকম একটি ওয়েবসাইট এ যেতে হবে.

২. উপরে বর্ণিত ওয়েবসাইট টিতে আরেকটি ওয়েবসাইট এর লিংক থাকবে এবং সেই ওয়েবসাইট ভিসিট করে সেই ওয়েবসাইট এর কাজ ও প্রকৃতি সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা লাভ করতে হবে.[৩০ টি শব্দে লিখার মত ধারণা]

৩. এবার দ্বিতীয় ধাপে বর্ণিত ওয়েবসাইট এর বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফোরাম খুজতে হবে.ফোরাম টি অবশ্যই TLD অর্থাৎ যে ডোমেইন এর কোন সাব-ডোমেইন থাকে না. উদাহরণস্বরূপ facebook.com, www.yahoo.com এগুলোই হলো TLD... আর freelance2earn.blogspot.com, banglamovie.wordpress.com এগুলো TLD নয়. আশা করি TLD কি বুঝতে পেরেছেন. 

এবার ফোরামটি গুগল PR নুন্যতম ১ কিনা যাচাই করতে হবে. এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি PR 0 থাকা কোনো ফোরাম এ পোস্ট করেন তাহলে ক্রস খাবার সম্ভাবনা থাকে শতভাগ. কিভাবে ফোরামটির গুগল PR যাচাই করবেন? Google PR Checker এর মাধ্যমে কাজটি করা যায়.

৪. যদি ফোরামটির PR 1 বা তার অধিক হয়ে থাকে তাহলে সেই ফোরাম এ পোস্ট করার জন্য নিবন্ধন করুন.

৫. নিবন্ধন সম্পূর্ণ শেষ করে এবার আপনাকে পোস্ট করতে হবে... সাবধান! অন্যের পোস্টে কিন্তু কমেন্ট করলে চলবে না.. একদম Post New Topic/Post New Thread ক্লিক করে পোস্ট করতে হবে...

৬. পোস্টের সাবজেক্ট ঘরে http://209.236.68.39/click/ApnkC5MxPUb244a9e9rBz2km0 ওয়েবসাইট এ বর্ণিত Keyword to write about: অংশে যে কীওয়ার্ড দেওয়া আছে তা লিখুন

৭. এবার মেসেজ ঘরে দ্বিতীয় ধাপে বর্ণিত ওয়েবসাইট এর সম্পর্কে নুন্যতম ৩০ টি শব্দে একটি রিভিউ লিখুন. ধরা যাক যে ওয়েবসাইট সম্পর্কে পোস্ট করতে হবে সেটি ছেলেদের টি-শার্ট বিক্রি করে, এংকর টেক্সট এ T-Shirt আর লিংক হিসেবে www.zazzle.com/tea+tshirts ব্যবহার করতে বলা হয়েছে, এবার দেখে নিন কিভাবে রিভিউটি লিখতে পারেন-

Recently i have found a great website that sells T-Shirt for boys but i don't know about their payment system, do they have paypal as a payment option. Someone help me by providing some information about that website. Thank You

বি:দ্র: উপরের উদাহরণটি Yahoo Answer এর জন্যও প্রযোজ্য(এংকর ওয়ার্ড ব্যতিত)।
৮. লিখা শেষে Post Topic/Post Thread এ ক্লিক করুন.

৯. এবার পোস্টটির লিংক কপি করুন. পোস্টের লিংক কপি করার জন্য পোস্টের উপরের ডান অথবা বাম দিকে থাকা "#1" এরকম একটি বাটন এ ক্লিক করুন.

১০. লিংক কপি করে http://209.236.68.39/click/hzfZdHk3Zyb244a9e99HeDUR6 এই ওয়েবসাইট এর Forum Post URL ঘরে পেস্ট করুন আর Submit বাটন এ ক্লিক করুন.

সব নিয়ম কানুন মেনে পোস্ট করে থাকলে একটি ৭ ডিজিট এর কনফার্মেশন কোড পাবেন.

কোডটি microworkers এর "Enter required proof of job finished" ঘরে পেস্ট করুন এবং "I confirm that i have completed this task" বাটন এ ক্লিক করুন.


সতর্কতা:

১. ফোরাম এ পোস্ট করার ক্ষেত্রে কোন কিছুই কপি করা যাবে না. নিজে থেকে লিখতে হবে.

২. একটির বেশি এংকর ওয়ার্ড ব্যবহার করা যাবে না, এমনকি এংকর টেক্সট এ একটি বর্ণও অতিরিক্ত লিখা যাবে না, একদম হুবহু লিখতে হবে

৩. ৩০ শব্দের নিচে কোন পোস্ট লিখলে কনফার্মেশন কোড পাবেন না

৪. পোস্টে ব্যাকরনগত কোন ভুল আছে কিনা যাচাই করুন. এমন কি একটি ফুল স্টপ "." এর পর ক্যাপিটাল লেটার না থাকলে তাও ব্যাকরনগত ভুল হিসেবে চিহ্নিত হবে

৫. microworkers এ ফোরাম পোস্টের কাজগুলো http://209.236.68.39/ সার্ভার এর অধীনে হয়ে থাকে এবং প্রতিটি কাজ সেই সার্ভার এর রোবট কর্তৃক যাচাই করা হয়. তাই ফোরাম পোস্টে বার বার নেগেটিভে রিভিউ পেলে আপনি এই সার্ভার থেকে নিষিদ্ধ হতে পারেন ফলে ফোরাম পোস্টিং এর কাজগুলো থেকে চিরতরে বঞ্চিত হবেন.

তাই সাবধানে microworkers এ ফোরাম পোস্টের কাজ করুন. ধন্যবাদ

Inspire us:

Comments