নিজেই খুজে বের করুন সমসসার সমাধান

অনেক পাব্লিক আছে যারা প্রশ্ন করতে ভালবাসে জানতে চাই অজানা অনেক কিছু কিন্তু কাঙ্খিত প্রশ্নের উত্তর খুজে না পেয়ে হতাশ হন অনেকে বিশেষ করে ফ্রীলান্সিং জগতে যারা নতুন তাদের প্রস্নের কোন শেষ নাই ভাই এটা কিভাবে করে ওটা কিভাবে করতে হবে ? কোথাই কিভাবে শিখবো ? এটা কোথাই গেলে পাবো এরকম হাজারো প্রশ্ন তাদের মাথাই ঘুর পাক খাই আজ আমি আপনাদের শেখানোর সামান্য চেস্টা করবো যে কিভাবে আপনার সকল প্রশ্নের উত্তর নিজে খুজে বের করবেন গুগল মামা কে আমরা সবাই চিনি (www.google.com) কিন্তু সবাই মামার কাছে আবদার করতে পারি না মামার কাছে আবদার করে কখনো খালি হাতে ফিরবেন না কিন্তু মামার কাছে আবদার করতে হবে সঠিক ভাবে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করবো যা নতুনদের উপকারে আসবে ফ্রিলান্সিং যারা নতুন আসে তাদের কমন প্রশ্নগুলো কি এবং তার উত্তর নিয়ে কিছু কথা

১। ফ্রিলান্সিং কিকি কাজ করা যায় ? কোন কাজ শেখা সহজ হবে?

আপনার উত্তর পেতে গুগল যান লিখুন - freelancing work list দেখবেন আপনার সামনে অনেকগুলা ওয়েব সাইট এর লিংক আসবে আপনি যেকনো একটাই ডুকে দেখে নিতে পারেন কাজের লিস্ট মনে করেন লিস্ট থেকে আপনার ওয়েব ডিজাইন এর কাজ বেছে নিলেন এবং ওটা শিক্তে চান এবার আপনার মনে প্রশ্ন আসবে কিভাবে আমি একজন ওয়েব ডিজাইনার হতে পারবো ? গুগলে যান লেখেন how to become a web designer . উত্তর পেয়ে যাবেন

N.B: যে কনো কাজ শেখার জন্য বাংলা এবং ইংলিশ অনেত টিওটোরিয়াল অনলাইনে পাওয়া যাই

এভাবে আপনি আপনার নানা প্রস্নের সমাধান খুব সহজে পেতে  পারেন
অনেকে কাজ করতে করতে বিভিন্ন জায়গাই আটকে যান এবং তখন সমাধানের খুব দরকার হয় আপনি একটা পিএসডি টু এইচ টি এম এল করছেন এক সময় দেখলেন এক জাগায় এমন এক Drop shadow দেওয়া আছে যা আপনি কখনো ইউচ করেন নাই বা পারেন না সাথে সাথে গুগল; যান , লেখেন drop shadow example এবং খুজে নিন আপনার সমাধান

আমি মাত্র কয়েকটা উদাহরন দিলাম কিন্তু এভাবে আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারবেন পাবলিকের সব থেকে বড় সমসসা হল সমস্যাই পরলে গুগলের নামই ভুলে যাই তাহলে কেন মানুষের কাছে সাধারণ প্রশ্ন করে নিজেকে ছোত করবেন প্রথম প্রথম খুজে পেতে সমস্যা হতে পারে তবে এক সময় আর সমস্যা থাকবে না
লেখাই ভুল থকলে ক্ষমা করবেন লেখাটা একেবারে নতুনদের জন্য তাই এক্সপার্ট দের ভাল নাও লাগতে পারে   

Comments