Make Money online

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেই সরকার নানামুখী প্রকল্প হাতে নিছে।বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উৎস,কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা।আউটসোর্সিং হচ্ছে এক যায়গার কাজ অন্যযায়গা থেকে করিয়ে নেয়া।কোন কাজ আপনার জন্য ভাল সেটা যাচাইয়ের দায়িত্ব আপনার। আগ্রহ কোন বিষয়ে, দক্ষতা কোন বিষয়ে, কতদূর পর্যন্ত যেতে পারবেন এগুলি একমাত্র আপনিই জানতে পারেন। কি কি কাজ শিখলে? আপনি আউটসোর্সিং করতে পারবেন।অনলাইনে অনেক ধরনের কাজ আছে।যেমন ঃগ্রাফিক্স ডিজাইন।গ্রাফিক্স ডিজাইন হল বর্তমান সময়ের সব চেয়ে নিরাপদ একটি পেশা।এটি শিখে আপনি লোকাল মার্কেট প্লেস এ প্রচুর কাজ পাবেন এবং অার্ন্তজা‌তিক মার্কেট প্লেসও।এখন প্রশ্ন হল কোথায় শিখবেন?আপনি চাইলে অনলাইন থেকে শিখতে পারেন।কিভাবে শিখবেন? গুগল অর ইউটিউব থেকে আপনি শিখতে পারেন।কিন্তু অনেক সময় লেগে যাবে।আর আপনি যদি কোন আইটি সেন্টারে যেয়ে শেখেন,আপনার সময় লাগবে কম এবং আপনি খুব দ্রত কাজ শিখে আউটসোর্সিং করতে পারেন।এখন প্রশ্ন হল,আইটি সেন্টার তো অনেক আছে কোন আইটি সেন্টারে শিখবে?আপনি যেখানেই ভর্তি হন,তার আগে সেখানকার শিক্ষকদের কাজের অভিজ্ঞতা আছে কিনা এবং সেই শিক্ষকরা অনলাইনে কোন মার্কেট প্লেস এ কাজ করে কিনা জেনে নিবেন।অনলাইনে যে কোন বিষয় বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যে কোন প্রশ্ন বা কোর্স সম্পর্কিত যে কোন তথ্যের জন্য কল করতে পারেন।০১৯৯০০৫৮৩৪৫, ০১৭০৩০২১৭০০,০১৬৮৭০০০২২৮।
অথবা অনলাইনে যে কোন বিষয়ে ফ্রী পরামর্শ নিতে, সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন।
লোকেশন: ন্যাশনাল আইটি ইন্সটিটিউট।
ধানমন্ডি #৯/এ, বাড়ী নং ২১।


Comments