Graphics

ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।প্রতিনিয়ত বদলে যাচ্ছে কাজের ক্ষেত্র।তৈরী হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র.শুধু কর্মক্ষেত্র বা নিজের প্রতিষ্ঠান ছাড়াও আপনি ফ্রিলাঞ্চিং করেও নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন । যার আয়ের পরিমাণ হতে পারে আকাশচুম্বী ।গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনাকে সবসময় নতুন কিছু করতে হয়, নতুন নতুন সমস্যার সমাধান করতে হয়, নতুন নতুন ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হয়।শুরুর দিকে আপনার আয় কম হলেও দিন দিন আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার আয়ও বাড়তে থাকবে।ভিজিটিং কার্ড থেকে শুরু করে লোগো ডিজাইন ,ব্যানার ডিজাইন পর্যন্ত এমনকি ওয়েবসাইটের ডিজাইন করার জন্য গ্রাফিক্স ডিজাইন অত্যাবশ্যকীয়।গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যে কোন প্রশ্ন বা কোর্স সম্পর্কিত যে কোন তথ্যের জন্য কল করতে পারেন।০১৯৯০০৫৮৩৪৫, ০১৭০৩০২১৭০০,০১৬৮৭০০০২২৮।
ফ্রী সেমিনার ও ফ্রী ক্লাস করতে রেজিঃ করুনঃ
রেজিঃ লিঙ্কঃhttps://goo.gl/forms/XyzQc89KD709UzE43
অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন।
লোকেশন: ন্যাশনাল আইটি ইন্সটিটিউট।
ধানমন্ডি #৯/এ, বাড়ী নং ২১।

Comments