Yahoo Answers/কিভাবে yahoo answers এর কাজ করা যায়?

Microworkers এ কিভাবে yahoo answers এর কাজ করা যায়Microworkers এ একটি Yahoo Answers এর কাজের জন্য ০.৫০ ডলার পাওয়া যায় তবে, যদি সঠিকভাবে সেই কাজটি করতে পারা যায়। নয়তো নেগেটিভে রিভিউ পাওয়ার সম্ভাবনা শত ভাগ। আবার বারংবার নেগেটিভে রিভিউ পেলে Cheetuh থেকে ব্যান হওয়ারও ভয় থাকে। তাই জেনে নিন কিভাবে Microworkers এ Yahoo Answers এর কাজগুলো করবেন


প্রথমেই কিছু কথা না বললেই নয়। অনেকেই মনে করে থাকেন, ফোরাম পোস্টিং আর ইয়াহু আনসার এর কাজ একই। হ্যা, কিছু ক্ষেত্রে একই তবে সব ক্ষেত্রে নয়। কারণ এই কাজটি সকলেই করতে পারবে, এমন কিন্তু নয়। এই কাজটি করার পূর্বে কিছু যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক। যেটা কিনা ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে মোটেই লাগে না অর্থাৎ এটি ফোরাম পোস্টিং থেকে ভিন্ন কিন্তু ফোরাম পোস্টিং এর চাইতেও সহজ একটি কাজ। প্রশ্ন উঠতে পারে কিভাবে?
how to do yahoo answers job in microworkers
Image : Yahoo Answers Job in Microworkers

  • প্রথমত, আপনাকে কষ্ট করে কোনো ফোরাম সার্চ করার মত ঝামেলায় পরতে হবে না। 
  • দ্বিতীয়ত, এই ফোরাম ওই ফোরাম এ সাইন আপ করারও প্রয়োজন নেই। 
  • তৃতীয়ত, স্পামিং বা অন্য কোন কারণে ফোরাম এ প্রায়ই পোস্ট ডিলিট হতে দেখা যায় কিন্তু ইয়াহু আনসার এ সেটা হয় না(যদিও স্পামিং করাটা মোটেই উচিত নয় এবং আপনার আনসার এর বিরুদ্ধে যদি স্পামিং রিপোর্ট করা হয় তবে ইয়াহু আনসার কর্তৃপক্ষ সেটা ডিলিট করার অধিকার রাখে)। 
এবার নিশ্চই বুঝতে পেরেছেন কেন এটি ফোরাম পোস্টিং এর তুলনায় সহজ। এবার জেনে নিন Microworkers এ Yahoo Answers এর কাজগুলো করতে কি কি যোগ্যতা লাগবে:
http://www.minijobz.com/

Microworkers এ Yahoo Answers এর কাজগুলো করার নিয়ম:

  • জব লিস্টিং থেকে যে কোন একটি Yahoo Answer এর জব সিলেক্ট করুন।
  • তার পর "What is expected from Workers?" এ যা যা লিখা আছে তা যদি মনোযোগ দিয়ে পরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে http://209.236.68.39/click/HHRjvoQ2ITb244a9e9URedr8q এরকম কোন একটি ওয়েবসাইট এ যেতে বলা হচ্ছে। তাই সেই ওয়েবসাইট টি ভিসিট করুন।
  • সেই ওয়েবসাইট থেকে "URL to link to" আর "Keyword" এই দুইটি বিষয় আপনি জানতে পারবেন।
  • এবার আপনার Yahoo Answers এ লগইন করুন। 
  • দ্বিতীয় ধাপে বর্ণিত ওয়েবসাইটতিতে keyword: এ যা লিখা আছে তা দিয়ে আনসার সার্চ করুন। ধরা যাক, এরকম লিখা আছে- keyword: buy old motorcycles তাহলে আনসার সার্চ করার জন্য উপরের "Search Answers" বোতামের বাম পাশে থাকা খালি ঘরটিতে টাইপ করুন অথবা কপি পেস্ট করুন buy old motorcycles এবং "Search Answers" বোতামে ক্লিক করুন।
  • এবার সেই কীওয়ার্ড সম্পর্কিত সকল আনসার আপনি দেখতে পাবেন। যে কোন একটিতে ক্লিক করুন। 
  • এবার ওই আনসার পেজ এর একেবারে নিচে চলে যান। "Add your answer" লিখা একটি খালি ঘর পাবেন। এই ঘরে আপনার আনসার লিখুন। বুঝতে পারছেন না কিভাবে ইয়াহু আনসার লিখবেন? জানুন এখান থেকে কিভাবে Yahoo Answers লিখবেন
  • আনসার লিখা শেষ করে নিচের Source বোতামে ক্লিক করুন। What's your Source(Optional) লিখা একটি ঘর সচল হবে। সেখানে দ্বিতীয় ধাপে বর্ণিত ওয়েবসাইট থেকে পাওয়া URL to link to: ঘরে যেই লিংক দেওয়া ছিল তা কপি পেস্ট করুন।
  • Submit বোতামটিতে ক্লিক করুন। আনসার দেওয়ার কাজ এখানেই শেষ। 
  • এবার আপনার ওয়েব ব্রাউসার এর এড্রেসবার থেকে লিংকটি কপি করুন এবং দ্বিতীয় ধাপে বর্ণিত ওয়েবসাইটটির Yahoo Answers URL: এর ঘরে পেস্ট করুন। 
  • যদি সবকিছু ঠিক ভাবে সম্পন্ন হয়ে থাকে তবে ৭ ডিজিটের একটি কনফার্মেশন কোড পাবেন। কোডটি কপি করুন।
  • Microworkers এর প্রুফ ঘরটিতে সেই ৭ ডিজিটের কনফার্মেশন কোডটি পেস্ট করুন এবং "I confirm that i have completed this task" বোতামে ক্লিক করুন।



উপরে বর্ণিত ধাপগুলো অনুসরণ করলে, যে কেউ Microworkers এ Yahoo Answer এর কাজগুলো খুব সহজেই করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

Comments

  1. ভাই আমি লেভেল ২ তে আছি কিন্তু কিভাবে টাকা পাবো জানি না ... দয়া করে আমাকে সাহায্য করুন । আমার মেইল myfate236@gmail.com . facebook https://web.facebook.com/rocky.islam.7106 ভাই আমি আপনার পরামরসের অপেক্ষা করছি ।

    ReplyDelete

Post a Comment