মায়ের ভালোবাসার সাথে অন্য কোন ভালোবাসার তুলনা হয়?

মা, আম্মা, আম্মু, মামনি – পৃথিবীতে ভূমিষ্ট হবার পর হয়তো এর কোনটি আপনার উচ্চারিত প্রথম শব্দ। একটি অবুঝ শিশুকে কতোটা ভালবাসা, যত্ন আর আদর দিয়ে বুকের মাঝে আগলে রাখলে তার মুখ থেকে প্রথম উচ্চারিত কোন অর্থবোধক শব্দ এই ডাকটি হতে পারে। সন্তান হিসাবে মায়ের জন্য ভালবাসা স্বাভাবিকভাবেই সবার মধ্যে আছে। মাকে ভালবাসার জন্য একটি বিশেষ দিনের প্রয়োজন নেই। তবুও আজকের একটি দিন মাকে প্রাণভরে জড়িয়ে ধরি আর তাকে বলি, “আম্মু তোমাকে অনেক ভালবাসি”।
আসলে মায়ের ভালবাসার ঋণ কোন সন্তান কখনো শোধ করতে পারেনি পারবেনা। মমতাময়ী মা আমাদের সুখের জন্য, আমাদের জীবনকে সাফল্যমন্ডিত করার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধা বোধ করেননা।
জানিনা কার মা কেমন আছে। কেউ হয়তো পৃথিবী ছেড়েও চলে গেছে। তাদের জন্য বুক ভরে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করি। আজকের এই দিনে আমাদের শপথ এই হোক যেন মাকে তার প্রাপ্য স্থানটুকু দিতে কখনো যাতে দ্বিধাবোধ না করি। যদিও আকাশের চাঁদ এনে দিলেও তার ঋণ শোধ হবেনা।




মায়ের ভালোবাসার সাথে অন্য কোন ভালোবাসার তুলনা হয় উত্তর একটাই না হয়না॥সত্যিই মা জাতিটা বড়ই অদ্ভুত।মৃত্যুর প্রহর গোনার সময় ও তাদেরমন থেকে সন্তানের কথা মুছে যায়না।মোছা যে অসম্ভব।এ যে তারই নাড়ী ছেড়া ধন।একই রক্ত,একই দেহ,একই আত্মা।কি করে মুছে যাবে বলুন???
এই নশ্বর পৃথিবীতে বৃদ্ধাশ্রম যদি আপনার মাযের শেষ আশ্রয়স্হল হয়ে থাকে তবে আপনি ও মনে রাখবেন আপনাকে পাবার জন্য জাহান্নামের সবগুলো দরজা অধীর আগ্রহে অপেক্ষা করছে॥

Comments