ফ্রীল্যান্সার হওয়ার কিছু সুবিধা
ফ্রীল্যান্সার হওয়ার কিছু সুবিধা :
# ফ্রীল্যান্সাররা সাধারণত সকালের নাস্তা করে না ( ঘুম থেকে উঠে দুপুর ১ টায় ) ... তাই বাপের খাওয়া খরচ কমে যায় ।
# ফ্রীল্যান্সার রা রাত জেগে কাজ করে তাই বাসায় চোর আসার সম্ভাবনা নাই
# কোন কারনে ডলারের দাম জানতে হলে , একজন ফ্রীল্যান্সার কে জিজ্ঞাসা করুন , পেয়ে যাবেন
# আপনার মেয়েকে বিয়ে দেয়ার জন্য যদি একজন চরিত্রবান ছেলে প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ফ্রীল্যান্সার ছেলে খুজে বের করুন ( ব্রাউসিং হিস্টোরি ছাড়া , চরিত্র একবারে ফক- ফকা )
# ফ্রীল্যান্সার দের সাধারণত গার্লফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ড থাকেনা। তাই বেশি ঝামেলাও নাই।
# ফ্রীল্যান্সার রা সাধারণত রাস্তা ঘাটে মেয়েদের দিকে তাকায় না ... তাই চোখ ভাল থাকে
# ফ্রীল্যান্সাররা নিজের টাকায় চলে, তাই বাবা মার টেনশন কম
# ফ্রীল্যান্সাররা প্রায় সময় বাসায় ই থাকেন , তাই প্রতিবশীদের কাছে ভাল একটা ইমেজ তৈরি হয়
# ছেলে ফ্রীল্যান্সাররা সাধারণত চুল কাটা, সেভ করার টাইম পান না তাই সেই খরচ টাও বেচে যায়
# রোজার দিনে আপনার বাসায় এলারম ঘড়ির প্রয়োজন নাই যদি আপনার বাসায় একজন ফ্রীল্যান্সার থাকে
# এক নম্বর পয়েন্টে উল্লেখিত খরচ টা ফ্রীল্যান্সাররা অতিরিক্ত কারেন্ট বিল তুলে উসুল করে নেয়
#ফ্রীল্যান্সারদের সংখা বাড়াও , বেকার কমাও.........
# এক জিবি ইন্টারনেট ৫০ টাকা করে দাও.... তাহলে নতুনরা উত্সাহিত হবে......
# কি বলেন বন্ধুরা ???????????
# ফ্রীল্যান্সাররা সাধারণত সকালের নাস্তা করে না ( ঘুম থেকে উঠে দুপুর ১ টায় ) ... তাই বাপের খাওয়া খরচ কমে যায় ।
# ফ্রীল্যান্সার রা রাত জেগে কাজ করে তাই বাসায় চোর আসার সম্ভাবনা নাই
# কোন কারনে ডলারের দাম জানতে হলে , একজন ফ্রীল্যান্সার কে জিজ্ঞাসা করুন , পেয়ে যাবেন
# আপনার মেয়েকে বিয়ে দেয়ার জন্য যদি একজন চরিত্রবান ছেলে প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ফ্রীল্যান্সার ছেলে খুজে বের করুন ( ব্রাউসিং হিস্টোরি ছাড়া , চরিত্র একবারে ফক- ফকা )
# ফ্রীল্যান্সার দের সাধারণত গার্লফ্রেন্ড কিংবা বয় ফ্রেন্ড থাকেনা। তাই বেশি ঝামেলাও নাই।
# ফ্রীল্যান্সার রা সাধারণত রাস্তা ঘাটে মেয়েদের দিকে তাকায় না ... তাই চোখ ভাল থাকে
# ফ্রীল্যান্সাররা নিজের টাকায় চলে, তাই বাবা মার টেনশন কম
# ফ্রীল্যান্সাররা প্রায় সময় বাসায় ই থাকেন , তাই প্রতিবশীদের কাছে ভাল একটা ইমেজ তৈরি হয়
# ছেলে ফ্রীল্যান্সাররা সাধারণত চুল কাটা, সেভ করার টাইম পান না তাই সেই খরচ টাও বেচে যায়
# রোজার দিনে আপনার বাসায় এলারম ঘড়ির প্রয়োজন নাই যদি আপনার বাসায় একজন ফ্রীল্যান্সার থাকে
# এক নম্বর পয়েন্টে উল্লেখিত খরচ টা ফ্রীল্যান্সাররা অতিরিক্ত কারেন্ট বিল তুলে উসুল করে নেয়
#ফ্রীল্যান্সারদের সংখা বাড়াও , বেকার কমাও.........
# এক জিবি ইন্টারনেট ৫০ টাকা করে দাও.... তাহলে নতুনরা উত্সাহিত হবে......
# কি বলেন বন্ধুরা ???????????
Comments
Post a Comment